Khoborerchokh logo

পীরগঞ্জে ধর্ষক কর্তৃক ধর্ষিতাসহ পরিবারের সদস্যের উপর সন্ত্রাসী হামলা । 339 0

Khoborerchokh logo

পীরগঞ্জে ধর্ষক কর্তৃক ধর্ষিতাসহ পরিবারের সদস্যের উপর সন্ত্রাসী হামলা ।


পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি 
 রংপুরের পীরগঞ্জে ধর্ষক কর্তৃক ধর্ষিতা সহ পরিবারের লোক জনদের উপর পুনরায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার চত্রা ইউনিয়নের চাপনদহ ঘোনা চত্রা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। হামলায় ধর্ষিতা গুরতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, উক্ত গ্রামের আনিছার রহমানের পুত্র জুয়েল মিয়ার স্ত্রী চম্পা বেগম (৩২) কে একই গ্রামের মৃত আফছার আলীর পুত্র মনোয়ার  হোসেন বাড়ীতে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় গত ২৩ মার্চ/১৯ইং তারিখে পীরগঞ্জ থানায় ৯(১) ধারায় একটি মামলা দ্বায়ের হয়। উক্ত মামলায় ধর্ষক জেল হাজত থেকে কয়েক দিন আগে জামিনে মুক্তি পায়। এ ঘটনার জের ধরে ধর্ষক ও ধর্ষকের পরিবার সহ  ধর্ষিতার বাড়ী গিয়ে ধর্ষিতাকে বেধম প্রহার করে প্রাণ নাশের চেষ্টা চালায়। এতে ধর্ষিতার পরিবারে লোকজন  বাধা দিতে গেলে তাদের কেও প্রহার করে গুরুতর  আহত করে। বর্তমানে ধর্ষিতা  চম্পা বেগম আশংক্ষা জনক অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্রেক্স চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় আবারও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেশ চন্দ্র সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমারা জেনেছি অভিযোগও পেয়েছি, ধর্ষকের বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধর্ষক মনোয়ারে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com